প্রেস বিজ্ঞপ্তি ॥ আমরা গণমানুষের কল্যাণে নিয়োজিত স্লোগানকে ধারণ করে প্রতিষ্টিত সামাজিক সংগঠন “স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ” এর উদ্যোগে দুইশতাধিক শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গার শ্রীমতপুর গ্রামের আশেপাশের গ্রামগুলোর শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে এক ব্যক্তি তার অনুভুতি প্রকাশ করেন-আমরা চাই আপনাদের মতো অন্যরাও গরিব মানুষের কল্যাণে এগিয়ে আসুক। শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন “হবিগঞ্জ ইদ্রিস কটন এন্ড ইন্ডাস্ট্রিজ” এর সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ এর উপদেষ্টা লন্ডন প্রবাসি শেখ মোস্তফা কামাল (আবু তালিব)। প্রতি বছরের ন্যায় এবারও দুইশতাধিক লেপ (৫/৫হাত) স্বপ্নধারা সোসাইটি’র মাধ্যমে বিতরণ করেন। বিগত কয়েক বছর যাবৎ সমাজের অবহেলিত, হতদরিদ্র, শীতার্ত মানুষের পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সাহায্য সহযোগিতা করে আসছেন তিনি।
‘স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ’ এর সভাপতি মাহবুবুর রহমান জিতু বলেন- অবহেলিত মানুষের কল্যাণে প্রবাসিদের ভূমিকা অতুলনীয়। তিনি শেখ মোস্তফা কামাল (আবু তালিব) সহ সকল প্রবাসির দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন স্বপ্নধারা সোসাইটি নিয়ে কিছু সংখ্যক লোক ট্রল করেছেন। তাদের ট্রলের জবাব কথায় নয়, কাজের মাধ্যমে দিব ইনশাআল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হক সোহাগ বলেন- রক্তদানে আমরা দুর্বার। যে কোন গ্রুপের রক্তের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুণ। জয় হোক মানবতার, জয় হোক স্বপ্নধারা’র।
বক্তব্য রাখেন, সহ-সভাপতি শেখ আতিকুর রহমান পারভেজ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মোশাহিদ আহমেদ ছিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আল হাসান, সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক রুকন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সদস্য আজম আলী, কামাল মিয়া, মাহফুজ হাসান, আরিফ বিল্লাহ প্রমূখ।