নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদ্দুল্লাপুর ও কাদিপুর দু’গ্রামবাসীর সংঘর্ষে অনন্ত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭জনকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, কাদিপুর গ্রামের মজনু মিয়ার সাথে সাদ্দুল্লাপুর গ্রামের ফরিদ মিয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে দুই গ্রামের কয়েকজন মুরুব্বী বিষয়টি আপোষ করার প্রস্তাব দেন মজনু ও ফরিদ মিয়াকে। প্রস্তাবে উভয় পক্ষ রাজি হওয়ায় বিষয়টি সমাধানের জন্য ওই মুরুব্বীগন অন্যান্য লোকজনের সাথে আলাপ করেন। কিন্তু ফরিদের চাচা সাবেক ইউপি মেম্বার সোলেমান মিয়া গত বৃহস্পতিবার উল্লেখিত মুরুব্বীদের মধ্যে লুৎফুর, জিলু রহমানসহ বেশ কয়েকজনের নাম ধরে গালিগালাজ করেন। এ নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করে। গতকাল শুক্রবার বিকেলে ওই ঘটনা নিয়ে দুই গ্রামবাসী রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১৫ জন আহত হয়। আহতের মধ্যে লুৎফুর রহমান (৫৯), আলতাফ মিয়া (৬৫), আঃ আলীম (৩৫), সোহেল মিয়া (২৬) আব্দুল সবুর (৪৮), শুকুর মিয়া (৪৫) কে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবারও সংঘর্ষে লিপ্ত হতে পারে উভয় পক্ষের লোকজন।