স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং এশিয়ান টিভি জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী ও এমএ আজিজ সেলিম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শাকিল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, সাংবাদিক এম এ মজিদ, এমএ ওয়াহিদ, এসকে সাগর, এম এ হাকিম, মোহাম্মদ শাহ আলম, আব্দুল হান্নান, সুমন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন-এশিয়ান একটি জনপ্রিয় টেলিভিশন। এর মাধ্যমে যেমন দেশ বিদেশের সংবাদ দেখা যায়, তেমনি এ টেলিভিশনের বিনোদন মূলক অনুষ্ঠানগুলো অত্যান্ত জনপ্রিয়। তিনি এ টেলিভিশনের সাফল্য কামনা করেন।
অনুষ্টানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে এশিয়ান টিভি ৮ম বর্ষ পর্দাপনে সূচনা করেন। পরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।