স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক শিল্প ও বানিজ্য সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ চৌধুরী গতকাল রাতে আমির চাঁন কমপ্লেক্সের স্কাই কুইন রেষ্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হামিদ চৌধুরী অতীতের ন্যায় ভবিষ্যতেও হবিগঞ্জের সাংবাকিদের সহযোগীতা প্রত্যাশা করে বলেন, রাজনীতিবিদদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় সাংবাদিকদের সহযোগীতা অত্যাবশ্যকীয়। তিনি হবিগঞ্জের সাংবাদিকদের পেশাগত কর্মকান্ডের প্রসংশা করে বলেন, হবিগঞ্জের সাংবাদিকদের পেশাগত দক্ষতা অতীতের যে কোন সময়ের চেয়ে এখন অনেক উন্নত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ডেইলী সান প্রতিনিধি সফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বাংলা বাজার প্রতিনিধি আব্দুল বারি লস্কর, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালীম, বৈশাখী টিভি প্রতিনিধি রাসেল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, মাছ রাঙা টিভি প্রতিনিধি মাসুদ আলী চৌধুরী ফরহাদ, দেশ টিভি প্রতিনিধি শ্রীকান্ত গোপ, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি শওকত চৌধুরী, ৭১ টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, জি টিভি প্রতিনিধি মোঃ নূর উদ্দিন, মানবকণ্ঠ প্রতিনিধি পাবেল খান চৌধুরী, করতোয়া প্রতিনিধি টিপু চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, চ্যানেল এস সহকারী সিরাজুল ইসলাম জীবন, এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার এম কাউছার আহমেদ প্রমূখ। এছাড়া জাপা নেতা এনায়েত উল্লাহ তারেক, বজলুর রহমান, মোস্তাফিজুর রহমান ময়না, বিপ্লব চন্দ্র দেব, আমিনুর রহমান, অয়ন চৌধুরী, ফতেহ আলম, ফরিদ মিয়া, সৈয়দ আকমল হোসেন, এস এম তাজুল ইসলাম লিলু, সুলতান মাহমুদ, আব্দুর রকিব, আব্দুল কাইয়ূম, রুবেল মিয়া উপস্থিত ছিলেন।