প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গত বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই কমিটির সাবেক সভাপতি ব্যরিস্টার ফজলে নূর তাপস এমপি পদ থেকে পদত্যাগ করায় সভাপতির পদটি শূন্য হয়। আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সভাপতি পদে নির্বাচিত করেন। এ জন্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইতিপূর্বে তিনি একাদশ জাতীয় সংসদের আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।