প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্টাতা যুগ্ম সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ঘোষণা করা হয়েছে। গত ১৬ জানুয়ারী জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি এবং মহাসচিব জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপির স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেয়া। এ খবরে নবীগঞ্জ-বাহুবলের জাতীয় পার্টি অংঙ্গ ও সহযোগী নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে নব-নির্বাচিত যুগ্ম মহাসচিব সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু তাকে নির্বাচিত করায় দলের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।