স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় কটিয়াদি বাজারে এ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আখলাছ আহমেদ প্রিয়’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির সৈকত, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ার ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনায়েদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত। ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ শামীম আহমেদ ও ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুজন আহমেদ এর যৌথ সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক উপ সাহিত্য বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার মাহমুদ হাসান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ সারোয়ার ইফতি, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা উজ্জ্বল, নুরুল আমিন ও লুকড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমন মিয়া প্রমুখ। সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লস্করপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহমেদ ইব্রাহীম ফয়সল। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কাটা ও অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।