স্টাফ রিপোর্টার ॥ চীন ও ভিয়েতনামে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফাইটে তিনি হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
উল্লেখিত দুই দেশ সফরের উদ্দেশ্যে গত ৫ জানুয়ারী রবিবার দিবাগত রাতে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ করতে ইচ্ছুক চীন এবং ভিয়েতনামের ঠিকাদারে প্রতিষ্ঠান। এই প্রকল্প বাস্তবায়নে তাদের স্বক্ষমতা কতটুকু তা যাচাইয়ের জন্যই এমপি আবু জাহিরসহ ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এই সফরে যান।
দুই দেশে বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে ফেরার পথে সিঙ্গাপুরে দুইদিন অবস্থান করেন এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। এমপি আবু জাহির এর সাথে তার সহধর্মিনী আলেয়া আক্তারও ছিলেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি, সংসদ সদস্যের সহধর্মিনী শামীমা আক্তার, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, সহকারী প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, যুগ্ম সচিব এস এম লাবলুর রহমান, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহীন হোসাইন ও আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুনীর হোসেন।