নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্নাকে চিঠি মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল বিকেলে নবীগঞ্জের প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে জরুরী নির্বাহী কমিটির সভা আহবান করা হয়। প্রেসক্লাবের সভাপতি সওরয়ার শিকাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলগীর মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, নির্বার্হী সদস্য শাহ সুলতান, অলিউর রহমান অলি, ও মতিউর রহমান মুন্না। গত বুধবার সকালে দৈনিক হবিগঞ্জ সময়ের কার্যালয়ে হুমকি সংক্রান্তÍ একটি চিঠি পাওয়া যায়। এ ঘটনায় সাংবাদিক মতিউর রহমান মুন্না বুধবার রাতে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছেন। নবীগঞ্জ থানার সাধারণ ডায়রী করা হয়। সভায় বক্তরা বলেন, সাংবাদিক পেশায় জড়িত হওয়ার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন সাংবাদিক মতিউর রহমান মুন্না। এর আগেও তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। থানায় জিডিও রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা সাংবাদিক মুন্নার কর্মস্থল দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার অফিসে তার নামে একটি চিঠি রেখে যায়। বুধবার সকালে দৈনিক হবিগঞ্জ সময়ের কার্যালয়ে হুমকি সংক্রান্ত এই চিঠি পাওয়া যায়। সাংবাদিক মুন্না গত বুধবার বিকেল অনুমান ৫ টার দিকে অফিসে এসে চিঠিটি খুলে দেখেন চিঠিতে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছেন। সভায় নিন্দা প্রস্তাব এনে বক্তরা আলো বলেন এ ঘটনায় সাথে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।