আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে স্থানীয় জনতা ১০ কেজি অবৈধ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ি আটক করেছে। পরে গাঁজাসহ আটক ২জনকে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়ার কিছুক্ষণ পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর মন্টুহাটি গ্রামের রজনী কান্ত রায়ের পুত্র সেন্টু রায় (৪৫) ও সত্যরঞ্জন দাসের পুত্র পিযুষ দাস (২৫) মোটরসাইকেল যোগে ব্যাগে করে প্রায় ১০ কেজি গাঁজা নিয়ে বানিয়াচং উপজেলার মার্কুলী থেকে নিয়ে যাচ্ছি। এরা পাহাড়পুরের নিকলির ঢালা নামক স্থানে পৌছুলে ওই এলাকার প্রভির দাস, সনজিত দাসসহ এলাকাবাসির সন্দেহ হলে তাদের রাস্তা গতিরোধ করে। পরে তাদের ব্যাগ খুলে গাঁজা দেখে ইউনিয়ন চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরীকে অবহিত করে। চেয়ারম্যানের পরামর্শে চৌকিদার রামসরুপ দাস, মড়ল বিশ্বাস, কালিপদ দাসসহ এলাকাবাসি ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। কিছুক্ষন পর চেয়ারম্যান তাদের ছেড়ে দেন। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
এব্যাপারে বদলপুর ইউনিয়ন চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী বলেন আমি এ বিষয়ে পরে জানাচ্ছি।
আজমিরীগঞ্জ থানার ওসি তৈমূর চৌধুরী বলেন আমি আগামীকাল (আজ) বদলপুর ইউনিয়ন যাব।
চৌকিদার রামসরুপ বলেন, চেয়ারম্যানের নির্দেশে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গাঁজা ইউনিয়ন পরিষদে আটক আছে।