স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার (১৭ জানুয়ারী ২০২০) জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার হবিগঞ্জ আসছেন।
“পুরাতন খোয়াই নদীর চলমান উদ্ধার অভিযান ও বাস্তব অবস্থা শীর্ষক নাগরিক সংলাপ” বিষয়ক কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এই কর্মসূচীর আয়োজন করেছে। বিকাল ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পরিবেশ বিষয়ক এই কর্মসূচীতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।