স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে উমেদনগর টাইটেল মাদ্রাসার অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে কেন্দ্র থেকে প্রেরিত ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী উমেদনগর টাইটেল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মুফতি আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম, সাইদ আহমদ খান, মোঃ ফরিদ মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল হুদা, আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, আলহাজ্ব লুৎফুর রহমান নানু মিয়া, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, নজরুল ইসলাম প্রমুখ। মাওলানা সাজ্জাদ হোসেন সভা পরিচালনা করেন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিনহাজ উদ্দিন। কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।