স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও চারগাঁও মাদ্রাসায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় দাঙ্গা, ইভটিজিং, বাল্য বিয়ে, মাদকের কুফল ও জঙ্গীবাদের কুফল বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান তালুকদার ও সাবেক চেয়ারম্যান মঞ্জু কান্তি রায় প্রমূখ।