মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সমবায় সমিতির সদস্যদের ভ্রাম্যমান প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলার বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়। বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি, মৎস্যজীবি ও বাসা সঞ্চয় ও ঋণ সমিতির ২৫ জন সদস্যকে কৃষি, মৎস্য ও সমবায়ের উপর প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষনে জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোঃ ইকবাল হোসেন, উপজেলা সমবায় কর্মকতা তাপস কান্তি বড়ুয়া, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক, মোঃ গাজী মিয়া, সাংবাদিক মোহা. অলিদ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।