নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী নিজাম উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফারুক উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়াজোর গ্রামের ফারুক মিয়ার পুত্র। গত সোমবার ভোর রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন ও এএসআই রুবেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালজোর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। ইনাতগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সামছদ্দিন খাঁন জানান, গ্রেফতারকৃত নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলার পাশিাপাশি আরো একটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।