স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট ১৭ জানুয়ারী থেকে সারা একযুগে শুরু হচ্ছে। এ উপলক্ষে হবিগঞ্জে এক প্রচার র্যালী গতকাল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রচার র্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আলমগীর চৌধুরী। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মোঃ নুরুল হক, হুমায়ুন খান, আব্দুল হান্নান সহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য, খেলোয়ারগণ র্যালীতে অংশ গ্রহণ করেন।