স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) বলেছেন-তুচ্ছ বিষয় বা যে কোন বিষয়কে কেন্দ্র করে কেউ গ্রাম্য দাঙ্গার সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন-কারও দুর্নাম ছাড়া সুনাম বয়ে আনে না। সকলে মিলে গ্রাম্য দাঙ্গা প্রতিরোধ করতে হবে। সোমবার সন্ধ্যায় আজমিরীগঞ্জের জলসুখা বাজারে দাঙ্গা, মাদক, জঙ্গি, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মোবাইল ফোনের অপব্যবহার সচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-মোবাইল ফোনে মেয়েদের সাথে সু-মধুর কন্ঠে পুরুষের কথা হয়। মেয়েটি ওই ছেলেটির কথা মনে করেন কোন এক রাজপুত্রের সাথে কথা বলছেন। কথা বলার সূত্রধরে তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠেছে। এক পর্যায়ে মেয়েটি ছেলেটির হাত ধরে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে দেখেন রাজপুত্র তো নয়, রাজমিস্ত্রি। অপর দিকে ছেলেরাও মোবাইলের মাধ্যমে গভীর প্রেমের মন্ত হয়। মিষ্টি কথা বলে এক পর্যায়ে মেয়েটিকে বাসা থেকে পালিয়ে আসতে বাধ্য করে। মেয়েটি ছেলেটির কাছে যখন পালিয়ে আসে তখন ছেলেটি দেখে মেয়েটিতো তার চেয়ে বয়স্ক। তবে বয়স্ক হলেই কি মেয়েটি তো সুন্দর। তারপর কিছুদিন সংসার করলেও পরবর্তীতে সংসারে অশান্তি নেমে আসে। শুধু তাই নয়, মোবাইলে গেম্স দেখে অনেক শিক্ষার্থীদের চোখে সমস্যা দেখা দিচ্ছে। অল্প বয়সে তাদের চশমা ব্যবহার করতে হচ্ছে। তাই কোন শিক্ষার্থীই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। তিনি শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে এ জন্য অভিভাবকদের সর্তক থাকতে হবে।
তিনি ইভটিজিং বাল্যবিবাহ, গ্রাম্য দাঙ্গা কুফল তুলে বলেন-কোথায় কোন মেয়েরা ইভটিজিংয়ের শিকার হলে পুলিশকে জানাবেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করবে। আর বাল্যবিবাহ একটি মেয়ের ভবিষ্যত পরিকল্পনা ও স্বপ্ন ধ্বংশ করে দেয়। বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন ঝুকিপূর্ণ হয়ে দাঁড়ায়। অল্প বয়সে মা হতে গিয়ে মেয়েদের অকাল প্রান হারাতে হচ্ছে। তাই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। তিনি আরো বলেন-হবিগঞ্জ জেলার অনেক সুনাম রয়েছে। কিন্তু তুচ্ছ বিষয় নিয়ে গ্রাম্য দাঙ্গার কারণে হবিগঞ্জের র্দুনামও ছড়াচ্ছেন। তাই গ্রাম্য দাঙ্গা প্রতিরোধ করতে হবে। কোথাও গ্রাম্যদাঙ্গা হলে পুলিশকে খবর দিলে পুলিশ তা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। গ্রাম্য দাঙ্গা প্রতিরোধ হলে হবিগঞ্জ একটি আদর্শ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন তরফদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সিরাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসআই মফিদুল ইসলাম।