স্টাফ রিপোর্টার ॥ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত তিনানম্যান স্কয়ার ও দেশটির ৫০০ বছরের রাজনীতির কেন্দ্রবিন্দু নিষিদ্ধ নগরী খ্যাত ইম্পেরিয়াল প্যালেস পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল রবিবার স্থানীয় সময় দুপুরে তিনানম্যান স্কয়ারে সংরক্ষিত আধুনিক চীনের জনক মাও সেতুং এর মরদেহ ও ইম্পেরিয়াল প্যালেস পরিদর্শন করেন তিনি। ১৮০ একরের উপর অবস্থিত ইম্পেরিয়াল প্যালেসে বিভিন্ন কাঠের স্থাপনা, ঐতিহাসিক চিত্রকর্ম, মিং ও কিং সাম্রাজ্যের রাজাদের ব্যবহৃত নানা ধরণের জিনিসপত্র ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চীন সফর শেষে গতকাল বিকেলে তারা ভিয়েতনাম পৌঁছেন।
ঢাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ করতে ইচ্চুক ভিয়েতনামে অবস্থিত চিনের ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বক্ষমতা যাচাইয়ে সেখানকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন নেতৃবৃন্দ। আগামী ১৬ জানুয়ারী তাদের দেশে ফেরার কথা রয়েছে।
এমপি আবু জাহির ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি, এমপি আবু জাহির এর সহধর্মিনী আলেয়া আক্তার, মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি’র সহধর্মিনী শামীমা আক্তার, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, সহকারী প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, যুগ্ম সচিব এস এম লাবলুর রহমান, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহীন হোসাইন ও আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুনীর হোসেন।