মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল খা (৪০) কে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার আন্দিউড়া বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বুল্লা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার আন্দিউড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অর্থ ঋন মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত জামাল খাকে গ্রেফতার করে।