স্টাফ রিপোর্টার ॥ মাছুলিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় ৪৪ বছর ধরে ক্রমান্বয়ে বেদখল হওয়া পৌরসভার খাল প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করেছে হবিগঞ্জ পৌরসভা। শনিবার দুপুরে ওই খালের একটি অংশ উন্মুক্ত করতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। রেভিনিউ ডেপুটি কালেক্টর, আরডিসি মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বেলা সাড়ে ১১ টার দিকে এলাকায় অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে পৌরসভার উদ্যোগে খালটির একটি অংশ উন্মুক্ত করা হয়। খালটি উন্মুক্তকরণের সময় এলাকা পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। এ সময় পৌর কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র বলেন, ‘১৯৭৬ সাল হতে এ এলাকার পানি নিস্কাশনের খাল ক্রমান্বয়ে ভরাট হয়ে যায়। ফলে এলাকাবাসী দীর্ঘদিন যাবত জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হয়ে আসছেন।’ তিনি বলেন ‘আমরা এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এই খাল খননসহ খালের অংশটুকু উন্মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেছি। আশাকরি এই উদ্যোগের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।’ মেয়র আরো বলেন, ‘এলাকার পানি নিস্কাশনের এ খাল ধরে পৌরসভার মাষ্টার ড্রেন নির্মানের জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে।’
পৌর কাউন্সিলর উম্মেদ আলী শামীম বলেন ‘হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বিগত এক মাস যাবত এ খালটি খনন করা হয়েছে। এলাকাবাসী এ খাল খনন করতে পৌরসভাকে সহযোগিতা করেছেন। অবশেষে খালটি উন্মুক্ত করায় এই এলাকার প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে।’ সৈয়দ দরাজ নামের একজন বাসিন্দা বলেন, ‘প্রায় ৮ বছর আগে এখানে বাসভবন নির্মান করেছি। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তাসহ আশপাশে জলাদ্ধতার সৃষ্টি হতো। এ খাল উন্মুক্ত করায় জলাবদ্ধতার কারনে যে ভোগান্তি ছিল তা’র আবসান হবে।’।