স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজিবাজার মাজার গেইট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গতকাল দুপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃকরা হল- চুনারুঘাট উপজেলার মৃত ইন্দ্র বাহাদুরের পুত্র লক্ষণ বাহাদুর (৫০), বাহুবল উপজেলার মৃত খুরশেদ আলীর পুত্র ইব্রাহিম খলিল (২২) ও ময়মসিংহ জেলার কতোয়ালী থানার মন্ডলেরপাড়া এলাকার হোসেন আলী ফকিরের পুত্র ওবায়দুল হক ফকির (২২)। আটককৃত ৩ ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।