স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অতিদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার উদ্যোগে ২৫০ জন শীতার্থের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান জাহানের সভাপতিত্বে ও সৈয়দ এনামুল হক জুনেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি টিএসএন সেলিম সিদ্দিকী।
এতে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোা. ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, মো. ফরিদ উদ্দিন, মো. ওয়ালিউল্লাহ, মো. আব্দুল্লাহ, অরুনাংশু কুমার দাস, মো. জিয়াউর রহমান, মশিউর রহমান শামীম, তজম্মুল হক চৌধুরী, সালেহ চৌধুরী, শেখ সেলিম প্রমূখ।