প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা প্রশাসক ও পৌর মেয়রের উপস্থিতিতে এক্সকেভেটরের মাধ্যমে প্রেসক্লাব সড়কের বড় ড্রেন পরিস্কার কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার সকাল ৯টায় প্রেক্লাবের সামনে বড় ড্রেন পরিস্কারের কাজ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এক্সকেভেটরের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার চলমান বড় ড্রেন পরিস্কার অভিযানের ধারাবাহিকতায় প্রেসক্লাব রোডে এ কাজ শুরু হয়। পরিস্কার কাজ শুরু হওয়ার পর জেলা প্রশাসক কামরুল হাসান ও মেয়র মোঃ মিজানুর রহমান মিজান ৭নং ওয়ার্ডের বিভিন্ন ড্রেন পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী স্থাপনাসহ ড্রেনের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে। মেয়র মোঃ মিজানুর রহমান মিজান যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।