শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

আজমিরীগঞ্জে বিয়ে পাগল সালাউদ্দিনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৫৯১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে সালাউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে একের পর এক গোপনে বিয়ে করে স্ত্রীদের বিদেশে পাঠিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বিরাট বাঁশহাটিয়া গ্রামের মৃত দিল মাহমুদ মিয়ার পুত্র সালাউদ্দিন মিয়া (৩৫) গোপনে একের পর এক সুন্দরী গরীব ঘরের মেয়েদের বিয়ে করে কয়েকদিন সংসার করেই স্ত্রীদের সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাঠিয়ে সু-কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেয়। গ্রামের মানুষের সাথে আলাপকালে জানা যায়, সালাউদ্দিন মিয়া প্রথমে একই উপজেলার জলসুখা গ্রামের মোঃ রফিক উল্ল্যার মেয়ে তানজিনা আক্তারকে বিয়ে করার ১ বছরের মাথায় তালাক দেন। ২০১৭ সালে ২য় বিয়ে করেন একই গ্রামের মোঃ মকবুল হোসেনের মেয়ে মোছাঃ সানু আক্তার (২০) কে। ৩য় বিয়ে করেন বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের সুমা আক্তার (২২) কে আর ৪র্থ শিউলি আক্তার নামে জনৈক মহিলাকে। সুকৌশলে একা একা বিয়ে করার পর কয়েক দিন সংসার করে নিজের আর্থিক অনটনের কথা বলে স্ত্রীদের বিদেশ পাঠিয়ে দিত। স্ত্রীরা প্রবাসে কর্ম করে উপার্জিত অর্থ স্বামী সালাউদ্দিনের নামে পাঠাত। এভাবেই সালাউদ্দিন একের পর এক নারীদের বিদেশে পাঠায়। হঠাৎ এক বছর পর সৌদি আরব থেকে তার স্ত্রী মোছাঃ সানু আক্তার দেশে আসলে সালাউদ্দিন কৌশলে বিমানবন্দর থেকে নিজ বাড়ীতে না এনে শ্বশুর বাড়ীতে নিয়ে যায়। এতে তার স্ত্রী সানু আক্তারের সন্দেহ সৃষ্টি হলে কিছু দিন পর কাউকে না জানিয়ে তার স্বামীর বাড়ীতে চলে আসে। তখন দেখতে পায় সালাউদ্দিনের ঘরে সুমা আক্তার নামে আরেক স্ত্রী আছে। এ সময় সালাউদ্দিনের মা, ভাই মিলে বিদেশ ফেরৎ স্ত্রী সানু আক্তারকে বুঝিয়ে বাড়ীতে রাখেন। কয়েক দিন পর আবার তার স্বামী তাকে চাপ সৃষ্টি করে সৌদি আরব চলে যেতে এতে সানু আক্তার রাজী না হলে তাকে মারধোর করে। এক পর্যায়ে বেশি আহত হলে সানু বেগম হাসপাতালে চিকিৎসা নেয়।
সালাউদ্দিেেনর ৪র্থ স্ত্রী শিউলি বেগম বর্তমানে সৌদি আরবে আছেন বলে জানান।
এ ব্যাপারে সানু আক্তার জানায় সৌদি আরব থেকে তার স্বামীর নামে প্রায় দেড় লাখ টাকা পাঠায়। সালাউদ্দিনের বোনের বিয়ের সময় তার বাবার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা এনে দেন। স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী সানু আক্তার বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল আদালতে সালাউদ্দিনকে প্রধান আসামী করে মা, ভাই সহ ৩ জনের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com