স্টাফ রিপোর্টার ॥ আজমিরিগঞ্জ উপজেলার সিএনজি হবিগঞ্জ শহরে আসতে না দেয়া, গ্যাস নিতে বাধা দেয়া ও উমেদনগর স্ট্যান্ডে ২টি সিএনজি ১০ দিন যাবৎ আটকিয়ে রাখার প্রতিবাদে গতকাল বিকেলে সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও আজমিরিগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজমিরিগঞ্জ উপজেলা সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তফসির মিয়া, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুল হাই, শিবপাশা বাজার কমিটির সভাপতি ডাঃ সাদেকুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, উপজেলা আওয়ামিলীগ নেতা ছুরাব আলী চৌধুরী, নলিউর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামছুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামাউন বখতিয়ার, উপজেলা কৃষকলীগ সভাপতি হিফজুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহিদ হাসান জীবন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলকাছ মিয়া, বিশিষ্ট মুরব্বি কাজল মিয়া চৌধুরী, মাহবুল চৌধুরী, আরশাদ মেম্বার, ওয়ামিন চৌধুরী, শ্রমিক নেতা আব্দুস ছালাম, মিনু মিয়া, লুৎফুর রহমান, তাজুল ইসলাম, উজ্জল মিয়া, অলিউর রহমান লস্কর, বাচ্ছু তালুকদার, মাছুম তালুকদার প্রমূখ। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন শ্রমিক নেতা মহিনুর চৌধুরী। প্রতিবাদ সভায় উপজেলার শত শত লোকজন অংশগ্রহণ করেন।