স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে রাধা মদন গোপাল জিউর মন্দিরের জায়গা জবর দখলের চেষ্টা চালচ্ছে একদল দুর্বৃত্ত। এতে নিরুপায় হয়ে মন্দিরের সেবায়িত হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১৩/১১/২০১৯ তারিখে রাধা মদন গোপাল জিউর মন্দিরের সেবায়িত মতি লাল সরকার ৬০৫৬নং রেজিস্ট্রারী কেবলামূলে ভক্তবৃন্দের কল্যাণের জন্য ৭ শতক ভূমি খরিদ করেন। উক্ত জায়গায় কু-দৃষ্টি পড়ে প্রতিবেশী বাদল নমসূত্রের ছেলে রঞ্জিত সরকার, অজিদ সরকার, অঞ্জন সরকার, নিরঞ্জন সরকার, রনি সরকার, রাখাল সরকারের। তারা একজোট হয়ে উক্ত জায়গাটি দখল করতে মরিয়া হয়ে উঠে। এতে নিরুপায় হয়ে সেবায়িত মতিলাল গত ২২/১২/২০১৯ইং তারিখে হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গেলে পরবর্তীতে ওইসব দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে উঠে। এ ব্যাপারে সেবায়িত মতিলালসহ সংশ্লিষ্ট ব্যক্তিগন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।