স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর কালনীতে মাঠে গরু চরানোকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের নেয়াব আলী ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গরু চরানোর মাঠের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রায় ১ ঘন্টা ব্যাপী সংঘর্ষে মহিলাসহ ৫০ জন আহত হয়।
আহতরা হল, কুদরত আলী (৫৫), শাহরিয়ার সিয়াম (১৭), নোয়াব আলী (৪৫), জাহাঙ্গীর মিয়া (৩০), মুক্তার মিয়া (১২), কিম্মত আলী (৩৫), সুজন মিয়া (৬), মিম আলী (৭০), আয়াত আলী (৪০), জহুর আলী (৪৭), রিমা আক্তার (১৭), জেবিন (১৬), সাথী (১৭), ছকিনা খাতুন (৩৫) ও রহিম মিয়া (২৫)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, খবর পাওয়ার পরই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।