সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

সাংবাদিকতা জীবনের সুবর্ণ জয়ন্তীতে মনসুর উদ্দিন ইকবালকে প্রেসক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকতা জীবনের পঞ্চাশ বছর অতিক্রম করায় হবিগঞ্জে সাংবাদিকতার পথিকৃৎ, দৈনিক ইত্তেফাকের হবিগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালকে হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম-সেবা। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক শফিকুল আলম চৌধুরী। সংবর্ধিত ব্যক্তিত্ব মনসুর উদ্দিন আহমেদ ইকবালের জীবনী পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, ‘তরুণ সাংবাদিকদের পাথেয় হতে পারেন মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। তাঁর সততা হবিগঞ্জে সর্বজনবিদিত।’ শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘সততা ও কর্মনিষ্ঠায় মনসুর উদ্দিন আহমেদ ইকবাল একজন অনন্য মানুষ।’ তিনি সংবর্ধনা দেয়ার জন্য হবিগঞ্জ প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ বলেন, ‘ইকবাল আমার বন্ধু। কোনসময়ই আমাদের বন্ধুত্বে টানাপোড়েন সৃষ্টি হয়নি। কারণ সে সম্পর্কের প্রতি সবসময়ই আন্তরিক ও আস্থাভাজন। সাংবাদিক ইকবাল তাঁর প্রতিবেদন দিয়ে হবিগঞ্জকে তুলে ধরেছেন।’
মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, ‘আমার কর্মজীবনের কেন্দ্রে ছিলো সাংবাদিকতা। আমি হবিগঞ্জের মাটি ও সাংবাদিকতার টান কখনোই ছাড়তে পারিনি। সাংবাদিকতার প্রশ্নে আমি কখনো আপস করিনি। অনেক প্রতিকূল পরিবেশেও গণমাধ্যমের সাথে যুক্ত থেকেছি। এখনও চেষ্টা করছি।’ হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল সাংবাদিকতা পেশা চালিয়ে যাবার জন্য তাঁর পরিবারের সদস্য, সহকর্মী ও বন্ধু-স্বজনদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমার পরিবারের সদস্যদের সহযোগিতা ব্যতিত আমি এ কাজের সাথে থাকতে পারতাম না। সাংবাদিকতা ছাড়াও অন্যান্য কাজে আমার পরিবারের লোকজন সর্বাত্মকভাবে পাশে থেকেছেন।’ এসময় তিনি তাঁর পিতা বরেণ্য ক্রীড়াবিদ মরহুম শাহাব উদ্দিন আহমেদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। সাংবাদিক ইকবাল হবিগঞ্জ প্রেসক্লাব গড়ে তোলার ইতিহাস সংক্ষেপে ব্যক্ত করে তরুণ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘হবিগঞ্জ জেলায় সাংবাদিকতা পেশা এগিয়ে যাবার পেছনে অনেকের অবদান রয়েছে। তাদেরকে শ্রদ্ধার সাথে মনে রাখতে হবে। দায়িত্বশীল সাংবাদিক হয়ে উঠতে হবে।’
হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, শামীম আহছান, মোহাম্মদ শাবান মিয়া, শিশু সংগঠক বাদল রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোঃ ফরিয়াদ, রাসেল চৌধুরী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শফিকুল আলম চৌধুরী, সদস্য সায়েদুজ্জামান জাহির, আলমগীর খান, রাশেদ আহমদ খান, শাকিল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ওয়াহেদ প্রমুখ।
সংবর্ধনা সভায় অন্যান্য বক্তাগণ বলেন, ‘মনসুর উদ্দিন আহমেদ ইকবাল তাঁর কাজের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন। তিনি রাজনীতি, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজ হাতে গড়ে তুলেছেন। তিনি নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com