নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের মালিক টাওয়ারের সত্ত্বাধিকারী লন্ডন প্রবাসী আব্দুল মালিক মিয়ার পৌর এলাকার শিবপাশা মহল্লার বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চুরের দল গত শুক্রবার রাতের আধারে শিবপাশা মহল্লার তালাবদ্ধ বাসার সামনের গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় চুরের দল ঘরের প্রত্যক্ষটি রুমের দরজা ভেঙ্গে দামি আসবাবপত্র তছনছ করে ২টি টিভি ও একটি ফ্যানসহ দামি আসবাবপত্র লুঠে নিয়ে যায়। চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, নবীগঞ্জ শহরের বিশিষ্ট্য ব্যবসায়ী সামসূল আলম অনু, আঃ মন্নান, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়াসহ নবীগঞ্জ থানার ফোর্সসহ আরো অনেকেই। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।