স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ওই এলাকার ব্রীজের নিকট ৬/৭ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে লাখাই থানার ওসি মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করলেও আরও কয়েকজন পালিয়ে যায়। আটককৃতরা বানিয়াচঙ্গের বাসিন্দা হওয়ায় রাতেই তাদেরকে বানিয়াচঙ্গ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। বানিয়াচঙ্গ থানার ওসি জানান, তদন্তের স্বার্থে ডাকাতদের নাম উল্লেখ করা হয়নি। তবে আজ বাকীদের আটক করা হতে পাবে বলে জানা গেছে।