স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগর জামে মসজিদের মুয়াজ্জিন নুর মোহাম্মদ ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার রাত ৮.১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বাহুবল উপজেলার বাসিন্দা। তিনি শায়েস্তানগর জামে মসজিদে প্রায় ১৮ বছর যাবত মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ কন্যা সন্তান রেখে গেছেন। আজ বাদ যোহরের নামাজের পর শায়েস্তানগর জামে মসজিদে তার জানাযার নামাজ শেষে তাকে শায়েস্তানগর কবরস্থানে দাফন করা হবে।