শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২০-২১ সেশনে আ.স.ম আফজল আলী (সমকাল) পুনরায় সভাপতি ও মঈনুল হাসান রতন (দিনকাল) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন, প্রেসক্লাব নির্বাচনের প্রধান কর্মকর্তা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।
সহকারি নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী হায়দার সেলিম।
নির্বাচিত অন্যান্যরা হলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী (অগ্নিশিখা), গোপন ব্যালটে যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন (আজকের হবিগঞ্জ), প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক কামরুল হাসান (সময়ের আলো), সাহিত্য-সংস্কৃতি সম্পাদক মহিবুর রহমান (সমাচার), দপ্তর ও পাঠাগার সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র (বিজয়ের কণ্ঠ), প্রচার সম্পাদক এম শামীম চৌধুরী (প্রভাকর), গোপন ব্যালটে কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত (প্রতিদিনের বানী), সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর (খোলাকাগজ) ও ফজলুল হক চৌধুরী সেলিম (নিউ এইজ)।
এর আগে বিকাল সাড়ে ৩ টায় প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন- আ স ম আফজল আলী। সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের বার্ষিক প্রতিবেদন পাঠের পর বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব, অডিট কমিটির রিপোর্ট পেশ করা হয়। পরে মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি সমুজ আলী আহমেদ, ফিরুজুল ইসলাম চৌধুরী, মো. আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, হারুন সাঁই, কামরুজ্জামান আল রিয়াদ, সিনিয়র সদস্য মো. আলাউদ্দিন, আব্দুল হক রেনু, মাসুক ভান্ডারী, সাখাওয়াত হোসেন টিটু, শাহ মোস্তুফা কামাল, মো. শফিক মিয়া, তাহমিনা বেগম, তোফায়েল আহমেদ মনির, সাইফুর রহমান ফয়সাল, অ্যাডভোকেট দেলোয়ার ফারুক শাহজাহান ও শামীম আহমেদ প্রমুখ।