স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অতিদরিদ্রদের মাঝে শীতবস্ত্র, হুইল চেয়ার ও টিন বিতরণ করা হয়েছে। শুক্রবার তাসনুভা শামীম ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব সামগ্রি বিতরণ করা হয়। এ উপলক্ষে হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও তাসনুভা শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগর আহমেদ শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল কাইয়ূম প্রমূখ।