কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ একদিকে বীর মুক্তিযোদ্ধারা শোনাচ্ছিলেন মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা। আর অভিভূত হয়ে তা শুনছিলেন উপস্থিত সাহিত্যবোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য সংগঠন মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে ‘বিজয়ের কথা ও গান’ শীর্ষক অনুষ্ঠানে এমন এক চমৎকার আবহ তৈরি হয়েছিল। অনুষ্ঠানে মৌচাক সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিতম পালের সঞ্চালনায় এবং সভাপতি কয়েস সামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব ও বীর মুক্তিযোদ্ধা মো. আমীরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতশুভ্র চক্রবর্তী, ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের সাবেক সভাপতি রীতা দত্ত, মৌচাক সাহিত্য পরিষদের প্রধান সমন্বয়ক বাদল কৃষ্ণ বণিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, কবি ও নাট্যকার জহিরুল মিঠু, দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জলি পাল, শিক্ষাবিদ একরামুল কবির, মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা, শ্রীমঙ্গল ফুলকুঁড়ি সোসাইটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুম্মন, কবি সঞ্জয় ভৌমিক, শ্রীমঙ্গল কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্বর্ণরেনু সংগীত নিকেতনের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দুজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্বরূপ ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয়।