বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

মৌচাক সাহিত্য পরিষদ এর বিজয়ের কথা ও গান অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬৩ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ একদিকে বীর মুক্তিযোদ্ধারা শোনাচ্ছিলেন মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা। আর অভিভূত হয়ে তা শুনছিলেন উপস্থিত সাহিত্যবোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য সংগঠন মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে ‘বিজয়ের কথা ও গান’ শীর্ষক অনুষ্ঠানে এমন এক চমৎকার আবহ তৈরি হয়েছিল। অনুষ্ঠানে মৌচাক সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিতম পালের সঞ্চালনায় এবং সভাপতি কয়েস সামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব ও বীর মুক্তিযোদ্ধা মো. আমীরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতশুভ্র চক্রবর্তী, ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের সাবেক সভাপতি রীতা দত্ত, মৌচাক সাহিত্য পরিষদের প্রধান সমন্বয়ক বাদল কৃষ্ণ বণিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, কবি ও নাট্যকার জহিরুল মিঠু, দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জলি পাল, শিক্ষাবিদ একরামুল কবির, মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা, শ্রীমঙ্গল ফুলকুঁড়ি সোসাইটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুম্মন, কবি সঞ্জয় ভৌমিক, শ্রীমঙ্গল কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্বর্ণরেনু সংগীত নিকেতনের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দুজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্বরূপ ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com