স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, কবি তাহমিনা বেগম গিনি, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, ব্যাংকার তবারক আলী লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, এনডিসি সজীব কান্তি রুদ্র, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিটিভি প্রতিনিধি আলমগীর খান সাদেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, শফিকুল আলম চৌধুরী, শরীফ চৌধুরী, ফয়সল চৌধুরী, সাইফ আহসান, মঈন উদ্দিন আহমেদ, সুরুজ আলী, আজহারুল ইসলাম মুরাদ, সিরাজুল ইসলাম জীবন প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাক এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।