অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিনস্থানে বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ তাহের মিয়া (৩২) কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২২শে ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৪টার সময় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এএসআই বিধান রায়, এএসআই মোঃ জসিম উদ্দিনসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামে ছদ্মবেশে অভিযান চালিয়ে জিআর সাজাপ্রাপ্তসহ ২টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তাহেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাহের হলেন, উপজেলার শায়েস্তাগঞ্জ থানার পশ্চিম লেনঞ্জাপাড়া গ্রামের মৃত সুরুক মিয়ার পুত্র। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, পুলিশ উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।