স্টাফ রিপোর্টার ॥ বাংলাদশে আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। গতকাল রবিবার সন্ধ্যায় সেতুমন্ত্রীর বাসভবনে গিয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তারা এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করতে এমপি আবু জাহিরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।