শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ॥ তদন্তে নেমেছে দুদক

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৯০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইতাগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আনিত অভিযোগ জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৮ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ প্রদান করেন।
এর আগে গত ২০ আগস্ট ইতাগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদের অর্থিক অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার বানিউন গ্রামের মো. আকিবুর রহমান।
অভিযোগে তিনি উল্লেখ করেন- হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, নদী/খাল পুণঃখননের স্কীম প্রস্তুত ও বাস্তবায়ন নীতিমালা ২০১৭-এর অধিনে নবীগঞ্জ উপজেলায় ৭টি পিআইসি গঠন করা হয়। এর মধ্যে ৫নং পিআইসির প্রকল্প সভাপতি ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ ৭০ মিটার বাঁধ নির্মাণে ৮ লাখ ৩৬ হাজার ৬৬৬ টাকা বরাদ্দ পান। কাজের শুরু থেকে ৬ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা ক্ষতিগ্রস্থ করেন।
লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়- চেয়ারম্যান বজলুর রশীদ ভূয়া প্রকল্পের মাধ্যমে ২০১৬-১৭ অর্থ বছরের এজিএসপির মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। এছাড়াও কাবিখা, কাবিটা, কর্মসৃজন প্রকল্পর টাকা আত্মসাত করেন চেয়ারম্যান বজলুর রশীদ চৌধুরী। তিনি অস্বচ্ছল, দুঃস্থ মহিলাদের পরিবর্তে স্বচ্ছল ও মেয়েদের নামে ভূয়া আইডি কার্ডের নাম্বার ব্যবহার করে ভিজিডির চাল আত্মসাৎ করে আসছেন। পাশাপাশি বন্দের বাজারে ড্রেন ও কসাইখানা নির্মাণের জন্য চেয়ারম্যান মোটা অংকের টাকা আত্মসাৎ করে এলজিএসপির টাকায় নকশা পরিবর্তন করে ড্রেন ও কসাইখানা নির্মাণ করেন।
এছাড়াও ভূমি ইজারা, ট্রেড লাইসেন্স প্রদান, ওয়ারিশান সনদ প্রদান ও জন্ম সনদ প্রদানে তিনি ব্যাপক অনিয়ম করে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com