স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইতাগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আনিত অভিযোগ জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৮ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ প্রদান করেন।
এর আগে গত ২০ আগস্ট ইতাগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদের অর্থিক অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার বানিউন গ্রামের মো. আকিবুর রহমান।
অভিযোগে তিনি উল্লেখ করেন- হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, নদী/খাল পুণঃখননের স্কীম প্রস্তুত ও বাস্তবায়ন নীতিমালা ২০১৭-এর অধিনে নবীগঞ্জ উপজেলায় ৭টি পিআইসি গঠন করা হয়। এর মধ্যে ৫নং পিআইসির প্রকল্প সভাপতি ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ ৭০ মিটার বাঁধ নির্মাণে ৮ লাখ ৩৬ হাজার ৬৬৬ টাকা বরাদ্দ পান। কাজের শুরু থেকে ৬ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা ক্ষতিগ্রস্থ করেন।
লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়- চেয়ারম্যান বজলুর রশীদ ভূয়া প্রকল্পের মাধ্যমে ২০১৬-১৭ অর্থ বছরের এজিএসপির মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। এছাড়াও কাবিখা, কাবিটা, কর্মসৃজন প্রকল্পর টাকা আত্মসাত করেন চেয়ারম্যান বজলুর রশীদ চৌধুরী। তিনি অস্বচ্ছল, দুঃস্থ মহিলাদের পরিবর্তে স্বচ্ছল ও মেয়েদের নামে ভূয়া আইডি কার্ডের নাম্বার ব্যবহার করে ভিজিডির চাল আত্মসাৎ করে আসছেন। পাশাপাশি বন্দের বাজারে ড্রেন ও কসাইখানা নির্মাণের জন্য চেয়ারম্যান মোটা অংকের টাকা আত্মসাৎ করে এলজিএসপির টাকায় নকশা পরিবর্তন করে ড্রেন ও কসাইখানা নির্মাণ করেন।
এছাড়াও ভূমি ইজারা, ট্রেড লাইসেন্স প্রদান, ওয়ারিশান সনদ প্রদান ও জন্ম সনদ প্রদানে তিনি ব্যাপক অনিয়ম করে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।