স্টাফ রিপোর্টার ॥ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে সদর উপজেলার সৈয়দপুর থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদী জব্দ করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিজা’র আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।