স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের রশিদপুরে মিতালী বাউরী (১৫) নামে এক কিশোরী বিষ পানে আত্মহত্যা করেছে। সে উপজেলার রশিদপুর চা-বাগানের নির্মল বাউরীর কন্যা। গতকাল রবিবার সকালে বাহুবল থানার এসআই সেলিম আহমেদ লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। পরিবারের বরাত দিয়ে জ্যোতিশ বাউরী জানান, গত বৃহস্পতিবার স্থানীয় বাগানে ঘরে রাখা কীটনাশক পান করে ছটপট করতে থাকে। বিষয়টি তার পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার বাগানের ডিসপেনসারিতে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল সে মৃত্যু বরন করে।