স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর হকার্স মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হল শহরের রাজনগর এলাকার লাল মাহমুদের পুত্র আব্দুল হান্নান (৩৫), আনোয়ারপুর এলাকার রহমান মিয়ার আছকির মিয়া, শ^াশানঘাট সুইপার পট্টির বাবুল হরিজনের ছোট ভাই দীপন হরিজন (৩৫) ও গোসাইপুর এলাকার আনজব আলীর পুত্র মিন্টু মিয়া (৩০)। গত মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই দেবাষিশ দাস অভিযান চালিয়ে তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে রহস্যজনক কারনে ৩ জনকে ছেড়ে দিলেও আব্দুল হান্নানকে আদালতে প্রেরন করা হয়।