চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সারা দেশের মধ্যে বৃহত্তম শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম, এই স্লোগানকে সামনে রেখে সৌরভে গৌরবে ঐতিহ্যে ৩০ বছর পূর্তি সাহিত্য সংস্কৃতি ৫দিন ব্যাপী উৎসবের ৩য় দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পৌর শহরের চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে বৃহস্পতিবার দুপুর ৩টা ১ মিনিটে চাপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান অনুষ্ঠিত হয়। ৩টা ৪১ মিনিটে পরিষদের সংগীত বিদ্যালয়ের সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫টা ৩০মিনিটে নাটক উপস্থাপনা করে সিলেটের কথাকলি। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বাংলার সিনেমা, বাংলার গান বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি গাজী মাজহারুল আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলার সিনেমা বিশ্বের মানচিত্রে একটি সুপরিচিত নাম। বাংলার সিনেমায় অনেক গুণী নামী নায়ক নায়িকা কাজ করেন। সোনার বাংলা গড়তে বাংলার সিনেমার অনেকেই কাজ করে যাচ্ছেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জোহরা গাজী। রাত ৮টা ৩০মিনিটে সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পি খুরশীদ আলম, দিঠি আনোয়ার ও শর্মিলা পাল।