স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের পল্লীতে কামাল মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসাতে হাওরে নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত কামাল মিয়া হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।
সূত্র জানায়- ওই গ্রামের বজলু মিয়ার ছেলে ফজল মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের ফুল মিয়ার ছেলে সালমান মিয়ার। গত ৬ নভেম্বর সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ফজল মিয়াকে বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় গত ১০ নভেম্বর নিহত ফজল মিয়ার বাবা বজলু মিয়া বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে সোমবার ফজল মিয়া হত্যা মামলার আসামী কামাল মিয়াকে ক্ষত-বিক্ষত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন কামল মিয়ার মা ও খালা। তারা জানান- সোমবার কামাল মিয়াসহ তিনজন হাওয়ে একটি খাল সেচে মাছ ধরতে যান। এ সময় কয়েকজন লোক দেশিয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কামাল মিয়া নিহত হন। কামাল মিয়ার মৃতদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ছবি তুলতে বাধা দেয় তার স্বজনরা। সদর হাসপাতালে যান সহকারি পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ সেলিম আহমদ। এ সময় লাশ নিয়ে আসা তার মা ও খালাকে পাওয়া যায়নি। একাধিক সূত্র দাবী করে প্রতিপক্ষকে ফাসাতে কামাল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হযেছে।
অপরদিকে নিহত কামলের মা মৌর চান বিবি তার পুত্রকে প্রতিপক্ষের লোকজন খুন করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার শেখ সেলিম সোমবার রাত ১০টায় হবিগঞ্জ সদর হাসপাতালে বলেন- আমরা ঘটনার খোজখবর নিচ্ছি। দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন করে খুনিদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি আশ্বাস দেন।