নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জ মডেল হাই স্কুলে (১৭ ডিসেম্বর) সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু করা হয় এবং আলোচনা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শাখার প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম এর পরিচালনায় সভাপতিত্বে করেন নবীগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আমীর উদ্দীন। বক্তব্য রাখেন এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ কবির, নবীগঞ্জ নহরপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম, অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, প্রধান শিক্ষক সাদিকুর রহমান লিপু, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, মুজিবুর রহমান মুজিব। উপস্থিত ছিলেন, জয়নাল আবেদিন, মোঃ আবু তালেব, মোছাঃ সুলতানা বেগম, পান্না আক্তার, সুমি আক্তার, লাকী বেগম, বেলাল আহমদ, সুভাস দাশ, প্রতুস কান্ত প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।