প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে জাতীয়তাবাদী ছাত্রদলের আউশকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় আউশকান্দি বাজারে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি আউশকান্দি বাজার প্রদক্ষিণ করে আউশকান্দি কিবরিয়া চত্তরে পথ সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সদস্য আলী আহমেদ রুমান। আউশকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা জাকারিয়া সিদ্দিকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, ছাত্রদল নেতা আব্দুল মালিক, মোঃ জসিম উদ্দিন, তাহের আলী, জিলু মিয়া, ফকরুল ইসলাম, লিটন মিয়া, শাহিন মিয়া, দিলোয়ার হোসেন, মোঃ হাদি, রাজু আহমেদ, মোঃ মাসুম মিয়া, ছালেহ মিয়া, মোঃ তারেক মিয়া, সাবলু আহমেদ, শিপন মিয়া, জোনাক আহমেদ, পাপলু মিয়া, ছাব্বির আহমেদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান অবৈধ সরকার সম্পর্ণ বেআইনীভাবে কারাগারে আটকে রেখেছে। যতদিন পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি না হবে ততদিন পর্যন্ত ছাত্রদলের একজন কর্মীও ঘরে বসে থাকবে না। রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।