নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বেগম আরো বৃদ্ধি করা হবে। গতকাল শনিবার সকালে এমপি মিলাদ গাজীর বাসভবনে নবীগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিটের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, দেবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম, আজিজুর রহমান, বারিক মিয়া। বক্তব্য রাখেন, ইনাতগঞ্জ ইউপি সদস্য মোছাম্মদ ছামছুন্নাহার, নবীগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ ইউনিট সভাপতি সুনাফর আলী, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সহ-সভাপতি হেলাল মিয়া, মো. সাহাঙ্গীর।