প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা গণফোরামের উদ্যোগে জাতীয় পার্টি থেকে ২৫ জন নেতাকর্মীর গণফোরামে যোগদান উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আরজু হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণফোরামের যুগ্ম আহবায়ক মোঃ আকলিছ মিয়া। উপজেলা গণফোরামের যুগ্ম সদস্য সচিব নুরুল আমিন পাঠান ফুলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা গণফোরামের যুগ্ম আহবায়ক মাওলানা মোশাহিদ আলী ও হাজী সিরাজুল ইসলাম, নবীগঞ্জ পৌর গণফোরাম নেতা ফতেহ আলম, গণফোরাম নেতা ডাঃ তাজুদ মিয়া, হুমায়ূন কবীর, নজরুল ইসলাম, জাকির হোসেন, বিলাল হোসেন, আরশ আলী, মোতাব্বির হোসেন চৌধুরী, খালেদ মিয়া, ছাত্রধারা নেতা মামুন মিয়া প্রমূখ। অনুষ্ঠিত যোগদান সভায় জাতীয়পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে ২৫ জন নেতাকর্মী গণফোরামে যোগদান করেন। যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, নবীগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আশরাফ আলী, সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মঙ্গল মিয়া, সহ-সভাপতি ফারুক মিয়া, ফিরুজ মিয়া, সাধারণ সম্পাদক শিপন মিয়া, জাপা নেতা মইনু মিয়া, রিপন মিয়া, লিমন মিয়া, ইজাজুর মিয়া, সুজন মিয়া, কাউছার মিয়া, উপজেলা যুবসংহতির সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক চৌধুরী এনাম, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবসংহতির ভারপ্রাপ্ত সভাপতি দিলাল মিয়া, ইনাতগঞ্জ ইউপির নুরুল ইসলাম, মোঃ মেহেদী, মঈনুদ্দিন খাঁন, যুবসংহতি নেতা কালিয়ারভাঙ্গা ইউনিয়নের আলহাজ্ব হাফেজ মাওঃ নুরুল্লাহ চৌধুরী, এম.এ মোতালেব, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুর রহমান চৌধুরী, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি এরশাদ মিয়া, ৯নং ওয়ার্ড যুব সংহতি নেতা মোতাহের হোসেন, ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ, জাহাঙ্গীর আলম, হোমায়ূন আহমদ, সুজন মিয়া। যোগদানকৃত নেতাকর্মীরা গণফোরামের সদস্য ফরম পূরণ করে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন। এ সময় যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেরেন্স যোগদানকারীদের স্বাগত জানিয়ে ড. রেজা কিবরিয়ার হাতকে শক্তিশালি করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন জীবন। সভায় বক্তাগণ, গণফোরামের সভাপতি, বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন ও প্রয়াত সফল অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া সুযোগ্য উত্তরসুরী নবীগঞ্জ তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান গণফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণফোরাম, যুব গণফোরাম, ছাত্রধারায় যোগদান কারীদের সুষ্ঠুধারার রাজনৈতিক চর্চার আহবান জানান।