মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের সওজ এর ডাক বাংলোর সামনে শনিবার রাত পনে ৬টার দিকে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় সমসু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চান্দের পাড় গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলা সদর থেকে একটি পিকআপ ভ্যান প্লাষ্টিকের দরজা বোঝাই করে চান্দুরা যাওয়ার পথে উল্লেখিত স্থানে সমসু মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সমসু মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস.আই নজরুল ইসলাম জানান, হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।