আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহাদত হুসেন, লাখাই থানার ওসি সাইদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র ছাত্রী বৃন্দ।