রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

শহরে সুদের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর ও আশে-পাশের গ্রাম গুলোতে জমজমাট হারে জমে উঠেছে সুদের ব্যবসা। আর এ ব্যবসার খপ্পড়ে অনেকেই দেনা সুদ করতে না পেরে নিরুদ্দেশ হয়ে বাড়ি-ঘর ছেড়ে ও জায়গা সম্পত্তি হারিয়ে পথে-পথে ঘুরতে দেখা গেছে। শহরের পাশা-পাশি গ্রাম্য মহিলারাও নেই পিছিয়ে এ ব্যবসায়। গ্রাম্য মহাজনের মত এরা বেপরুয়া হয়ে দেদারছে চালাচ্ছে এ ব্যবসা। সহজ-সরল মানুষের দূর্বলতার সুযোগ নিয়ে এরা চক্রবৃদ্ধি হারে আদায় করছে টাকা। পারিবারিক চাপে পড়ে অনেকেই কোন উপায়ন্তর না পেয়ে সুদখোরদের কাছে গেলে মুছকি হাসি দিয়ে ব্যাংকের খালি চেকের পাতা আর দলিলে স্বাক্ষর রেখে টাকা ধার দেয় এরা। সময় মত টাকা পরিশোধ করতে না পারলে খালি চেকের পাতায় ইচ্ছামত টাকার অঙ্ক বসিয়ে ডিজ অনার করে আদালতে মামলা দায়ের করে চতুর সুদখোররা। এসব মামলায় অনেকেই দীর্ঘ দিন ধরে কারাভোগ করছেন।
এদিকে গ্রামাঞ্চলে আবার ঋণ প্রদানের চিত্রটা ভিন্ন। সেখানে কেউ টাকা নিতে গেলে সোনার গহনা, জায়গা-জমির দলিলের মুল কাগজ বন্ধক রেখে টাকা নিতে হয়। আর এ টাকা সময়মত পরিশোধ না করতে পারলে সেই সুদের টাকার সুদও আবার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। জানা গেছে বেশ কয়েকদিন আগে যারা রিক্সা-টেলা চালিয়ে দিনমুজুর করে জিবিকা নির্বাহ করত সুদের ব্যবসা করে অনেকেই কোটিপতি। পাড়া-মহল্লার বাজারের চায়ের দোকানে বসে পায়ের উপর পা-তুলে চায়ের কাপে চুমুক দিয়ে উচ্চ আওয়াজ করে নীতিমুলক কথা বলেতেও দেখা গেছে। সমাজিক কোন বিচার-আচারে এরা নেতৃত্ব দেয়। কিছু মানুষ তাদের কাছে জিম্মি বলে কেউ তাদের মতামতের বিরুদ্ধে কোন প্রতিবাদ করে না। তবে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরী বলে সচতন মহল মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com